বালু তোলা নিয়ে সংঘর্ষে নিহত ১
প্রকাশ: ২০১৬-০২-২৬ ১৫:১২:১৮
গোপালগঞ্জ সদর উপজেলার রঘুনাথপুর ইউনিয়নে বালু তোলাকে কেন্দ্র করে দুপক্ষে সংঘর্ষে কবির সর্দার নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত সাতজন। শুক্রবার সকাল নয়টার দিকে নকরিরচর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
নিহত কবির সর্দারের বাবার নাম সবর সর্দার। আহত পাঁচজনের পরিচয় জানা যায়নি। তাদের স্থানীয় একাধিক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নকরিরচর গ্রামের কবির সর্দার ও মল্লিক বংশের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ নিয়ে বেশ কয়েকবার দুপক্ষের সংঘর্ষ হয়।
আজ সকালে একটি জমির বালু বিক্রি করাকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে আটজন আহত হন। আহতদের মধ্যে কবির সর্দারকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে নেয়া হলে সকাল পৌনে ১০টার দিকে তার মৃত্যু হয়। গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রয়েছে।
সানবিডি/ঢাকা/আহো