যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে ৪ জন নিহত
প্রকাশ: ২০১৬-০২-২৬ ১৫:৩১:০০
যুক্তরাষ্ট্রের কানসাস অঙ্গরাজ্যে ঘাস কাটা যন্ত্র তৈরির একটি কারখানায় বন্দুকধারীর গুলিতে তিনজন নিহত এবং অন্তত ১৪ জন আহত হয়েছেন। বন্দুকযুদ্ধের সময় পুলিশের গুলিতে ওই বন্দুকধারীও নিহত হয়েছেন। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল পাঁচটার দিকে হার্ভে কাউন্টির হেস্টন এলাকায় এ ঘটনা ঘটে। খবর বিবিসির।
হার্ভে কাউন্টির শেরিফ ওয়াল্টন জানান, সেডরিক ফোর্ড নামে ৩৮ বছর বয়সী ওই বন্দুকধারী কারখানায় ঢোকার আগে তিনবার গুলি ছোড়েন। প্রথম ঘটনায় নিউটন এলাকায় ট্রাক চালানোর সময় এক ব্যক্তির কাঁধে গুলি লাগে। সেখান থেকে এক্সেল ইন্ডাস্ট্রিজে যাওয়ার পথে এক পথচারীর পায়ে গুলি করেন ওই বন্দুকধারী। এরপর কারখানায় ঢুকে পার্কিং এলাকায় গুলি চালান।
তিনি আরও পার্কিং লট থেকে কারখানায় ঢোকার পর নির্বিচার গুলি চালাতে থাকেন ওই ব্যক্তি। পরে তিনি পুলিশের গুলিতে নিহত হন। যুক্তরাষ্ট্রে সম্প্রতি বেশ কিছু বন্দুক হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার পরিপ্রেক্ষিতে দেশটিতে বন্দুক নিয়ন্ত্রণের জোর দাবি উঠেছে। চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠেয় নির্বাচনে এ বিষয়টি বড় ইস্যু হবে বলে মত দিয়েছেন বিশ্লেষকরা।
সানবিডি/ঢাকা/আহো