পাপুয়া নিউ গিনিয় গুলিতে ১১ কয়েদি নিহত

প্রকাশ: ২০১৬-০২-২৬ ১৮:০১:১৪


prison-mod-v0.2_103601প্রশান্ত মহাসাগরের দ্বীপ রাষ্ট্র পাপুয়া নিউ গিনির একটি কারাগার থেকে পালিয়ে যাওয়ার সময় পুলিশের গুলিতে ১১ কয়েদি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১৭ জন। দেশটির ল্যা মেট্রোপলিটন পুলিশ সুপার এন্থনি ওয়াগামবাইয়ি ১১ জন নিহতের বিষয়টি সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছ্নে।

কারাগার কর্তৃপক্ষের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, বৃহস্পতিবার বিকেলে ৩০ জনের বেশি কয়েদি এ কারাগার থেকে পালিয়ে যাওয়ার সময় দুই রক্ষীর ওপর হামলা চালায়। এ সময় কারা প্রধান পুলিশকে সতর্ক অবস্থান নিতে বলে। পুলিশ কয়েদিদের পলায়ন ঠেকাতে গুলি চালালে ১১ কয়েদি নিহত হন।

সম্প্রতি দেশটিতে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা ঘটলো। গত বছর একই কারাগার থেকে ৫০ জনের বেশি কয়েদি পালিয়ে যাওয়ার ঘটনা ঘটে। এ সময় বেশ কিছু গুলির ঘটনাও ঘটেছে।

সানবিডি/ঢাকা/অাহো