উত্তরায় দগ্ধ একজনের মৃত্যু
প্রকাশ: ২০১৬-০২-২৬ ১৮:২৭:২৪
রাজধানীর উত্তরায় একটি বাসায় গ্যাস লাইনের বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে এক কিশোরের মৃত্যু হয়েছে। তার নাম শাহলিন বিন নেওয়াজ (১৫)। আজ শুক্রবার বিকাল পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
শালীন বিন নেওয়াজ উত্তরা রাজউক স্কুলের দশম শ্রেণির ছাত্র ছিল। তার শরীরের ৮৮ শতাংশ পুড়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের নায়েক রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
শুক্রবার ভোরে উত্তরার ১৩ নম্বর সেক্টরের ৮ নম্বর বাড়ির সপ্তম তলায় গ্যাস পাইপ বিস্ফোরণে পাঁচজন দগ্ধ হন। আরও তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
সানবিডি/ঢাকা/আহো