টেনে টুনে ১৩৩!!
আপডেট: ২০১৬-০২-২৬ ২১:১৬:৫৫
দেশের মাটিতে খেলা। হোক টি-টোয়েন্টি। আমিরাতের কাছে এই বাংলাদেশ ভয়ে-ভয়ে খেলবে তা কী করে হয়। অবিশ্বাস্য মনে হলেও, ঠিক তাই হয়েছে। ব্যাটসম্যানদের তালগোল পাকানো ব্যাটিংয়ে টেনেটুনে সংগ্রহ দাঁড়িয়েছে ১৩৩। প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে ৪৫ রানে হেরে যাওয়ায় আজকের ম্যাচটি বাঁচা-মরার।
এদিন টস হেরে ব্যাট করতে নেমে আশা জাগিয়েছিলেন সৌম্য এবং মিথুন। মিথুন দুইবার জীবন পেয়ে ব্যক্তিগত ৪৭ রানে কাটা পড়েন। এর আগে সৌম্য সরকার উঁকি দিয়ে মিলিয়ে যান। ১৩ বলে করতে পারেন ২১। এক পর্যায়ে ১২ ওভারে ৮১ রান তুলতে তিন উইকেট হারায় স্বাগতিকরা।
এই অবস্থা থেকে দলকে টেনে তুলতে আরেকবার ব্যর্থ সাকিব আল হাসান। ১৩ বলে ১৩ করে ফেরেন অলরাউন্ডার। শেষ দিকের অন্যতম ভরসা মাশরাফিও কিছু করতে পারেননি। এসেই ফেরেন খালি হাতে। এরপর রিয়াদ (৩৬) ঝেড়েকেটে দলীয় স্কোর ১৩৩ এ নিয়ে যান।
বাংলাদেশ দলে আজ একটি পরিবর্তন এসেছে। ইমরুলের পরিবর্তে দলে ঢুকেছেন নুরুল হাসান সোহান।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, মোহাম্মদ মিথুন, সাব্বির রহমান, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, মাহমুদুল্লাহ রিয়াদ, নুরুল হাসান (উইকেট রক্ষক), মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তাসকিন আহমেদ, আল-আমিন হোসেন, মুস্তাফিজুর রহমান।
সানবিডি/ঢাকা/রাআ