রাবিতে গোল্ড বাংলাদেশ আয়োজিত বির্তক কর্মশালা অনুষ্ঠিত
আপডেট: ২০১৬-০২-২৬ ২১:৫৫:৪০
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গ্রুপ অব লিবারেল ডিবেটরস গোল্ড বাংলাদেশ আয়োজিত বির্তক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সৈকত আব্দুর রহিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষা ও গবেষণা ইনস্টিউটের সহকারী অধ্যাপক বিষ্ণু কুমার অধিকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিডিএফ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোনাসিব ফয়সাল তন্ময়, গোল্ড বাংলাদেশের উপদেষ্টা সদস্য অনিক মাহমুদ এবং সাবেক বির্তাকিক মিতা জান্নাত। কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন গোল্ড বাংলাদেশের বিতার্কিক আলী ইউনুস হৃদয়।
কর্মশালায় গোল্ড বাংলাদেশ বির্তক সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুল হক সভাপতিত্ব করেন। এই বির্তক কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের অর্ধশত শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মশালায় ডিবেটারদের উচ্চারণ বিষয়ে পরামর্শ দেন বাংলাদেশ বেতার রাজশাহীর উপস্থাপক শান্তা সূত্রধর।
সানবিডি/ঢাকা/রাআ