বিএনপি নিজেরাই নিজেদের জন্য বড় বাধা: কাদের

প্রকাশ: ২০১৬-০২-২৭ ১৯:০৮:৩৯


42_103722বিএনপি নিজেরাই নিজেদের জন্য বড় বাধা, তারা ভয়কে জয় করতে পারে না বলে নির্বাচন নিয়ে নানা ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আজ শনিবার নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার রসুলপুর গ্রামে বেঙ্গল ফিড অ্যান্ড ফিশারিজ লিমিটেডের উদ্ধোধনী অনুষ্ঠানে মন্ত্রী এসব কথা বলেন।

কাদের বলেন, বড় দলের বড় সাহস না থাকলে দল সংকুচিত হয়ে যায়। বর্তমানে বিএনপি এ অবস্থায় এসে দাঁড়িয়েছে।

তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী তৃণমূল পর্যায়ে দলীয় প্রতীকে ভোট দেয়ার কারণে বিএনপি এখন ইউনিয়ন পর্যায়েও ধানের শীষ প্রতীক নিয়ে ভোট করছে। এজন্য আমাদের প্রধানমন্ত্রীকে তাদের ধন্যবাদ দেয়া উচিত।

সেতুমন্ত্রী বলেন, এই ফিসফিড প্রতিষ্ঠার ফলে এই এলাকার ৩০০ লোকের কর্মসংস্থান হবে। পাশাপাশি জাতীয় পুষ্টিতে বিরাট অবদান রাখবে। বেসরকারি এই ধরনের আরও উদ্যোগ গ্রহণ করে দেশকে আরও এগিযে নিতে ব্যবসায়ীসহ বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।

বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের চেয়াম্যান ও সংসদ সদস্য মোরশেদ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বেগমগঞ্জ আসনের সংসদ সদস্য মামুনুর রশিদ কিরন, নোয়াখালী জেলা প্রশাসক বদরে মুনির ফেরদৌস, জেলা পরিষদের প্রশাসক ডাক্তার জাফর উল্লাহ, চৌমুহনী পৌরসভার মেয়র আখতার হোসেন ফয়সল।

সানবিডি/ঢাকা/আহো