রাবিতে চোর সন্দেহে একজন আটক

প্রকাশ: ২০১৬-০২-২৭ ১৯:২১:৪১


RU thief Photoরাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চতুর্থ বিজ্ঞান ভবন থেকে এক ব্যক্তিকে চোর সন্দেহে পিটিয়ে পুলিশে সোর্পদ করেছে শিক্ষার্থীরা।শনিবার বেলা ১১টার দিকে ওই ব্যাক্তিকে পুলিশে দেয়া হয়। আটককৃত ওই ব্যক্তির নাম শরিফুল ইসলাম (৩০)। তার বাসা নগরীর রাজপাড়া থানার তেরখাদিয়া এলাকায়। তার পিতার নাম মৃত লোকমান হোসেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চতুর্থ বিজ্ঞান ভবনে অবস্থিত ফলিত গণিত বিভাগের সামনে ওই ব্যক্তি সাইকেলের তালা কাটার সময় শিক্ষার্থীদের কাছে হাতে নাতে ধরা পড়ে। পরে শিক্ষার্থীরা তাকে বেধড়ক মারধর করে পুলিশে সোপর্দ করে।

মতিহার থানার ডিউটি অফিসার এএসআই স্বাধীন বলেন, ‘বিশ্ববিদ্যালয় থেকে সাইকেল চোর সন্দেহে শিক্ষার্থীরা এক ব্যক্তিকে আমাদের কাছে সোর্পদ করেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

সানবিডি/ঢাকা/আহো