ঢাকায় ব্যস্ত সময় পার করছেন পাওলি
প্রকাশ: ২০১৬-০২-২৭ ১৯:৫৬:৫২
ভারতের কলকাতার জনপ্রিয় অভিনেত্রী পাওলি দাম এখন ঢাকায়। ‘সত্তা’ ছবির শুটিংয়ে অংশ নিতে তৃতীয়বারের মতো ঢাকায় এসেছেন তিনি। ছবিতে শাকিব খানের বিপরীতে দেখা যাবে পাওলিকে।
গত বুধবার ঢাকায় এসেই ব্যস্ত হয়ে পড়েছেন ছবির শুটিং নিয়ে। হাসিবুর রেজা কল্লোল পরিচালিত বর্তমানে ‘সত্তা’ ছবির দৃশ্যধারণ হচ্ছে এফডিসিতে। সেখানে পাওলির সঙ্গে রয়েছেন ঢালিউড কিং শাকিব খান।
সোহানী হোসেনের ‘মা’ গল্প অবলম্বনে সত্তা সিনেমাটির চিত্রনাট্য ও সংলাপ লিখেছেন ফেরদৌস হাসান। ছবিতে আরও অভিনয় করছেন নাসরিন, রিনা খান, ডন, কাবিলা, শিমুল খান প্রমুখ।
সানবিডি/ঢাকা/আহো