চুয়াডাঙ্গায় আলমসাধু নিয়ন্ত্রণ হারিয়ে চালকের মৃত্যু
প্রকাশ: ২০১৬-০২-২৭ ২০:০১:৫৮
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় আলমসাধুর নিয়ন্ত্রণ হারিয়ে ইয়াদ আলী (৩৫) নামের এক চালকের মৃত্যু হয়েছে। শনিবার বেলা ১২ টার দিকে হাসাদাহ-রায়পুর সড়কে বালিহুদা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইয়াদ আলী উপজেলার বালিহুদা গ্রামের শহিদুল বিশ্বাসের ছেলে।
প্রতক্ষ্যদর্শীরা জানান, হাসাদাহ এলাকা থেকে জীবননগরের উদ্দেশে একটি আলমসাধু যাচ্ছিল। বিপরীতদিক থেকে আসা আরেকটি আলমসাধু চালককে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লাগে। এতে চালক ইয়াদ আলী গুরতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে তার মৃত্যু হয়। জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির এ তথ্য নিশ্চিত করেছেন।
সানবিডি/ঢাকা/আহো