৮৩ রানেই গুটিয়ে গেল পাকিস্তান!

প্রকাশ: ২০১৬-০২-২৭ ২০:৫৯:২২


2016_02_27_20_23_39_0LSVRzCRiOgn4M4nybqoUtlT8zm6Y5_originalপ্রথম ইনিংসটা এক পেশেই হয়ে গেল। যতটা তর্জন-গর্জন শোনা যাচ্ছিল, তা হলো না। প্রবল দাপট দেখা গেল ভারতীয় বোলারদেরই। নামেই যেন পাক-ভারত মহারণ। যেখানে টসে হেরে আগে ব্যাট করতে নেমে অসহায় আত্মসমর্পণই করল যেন পাক শিবির। ভারতীয় বোলিংয়ে নাস্তানাবুদ হয়ে মাত্র ৮৩ রানে অলআউট হয়েছে পাকিস্তান।

টসে হেরে আগে ব্যাট করতে নেমে রীতিমতো দুর্দশার মধ্যে রয়েছে পাকিস্তান। ৪২ রানের মধ্যেই আফ্রিদি শিবির হারিয়েছে টপ অর্ডারের ছয় ব্যাটসম্যানকে। বড় স্কোর গড়ার পথে রীতিমতো হিমশিম খাবার যোগাড় পাক শিবিরে।

শুরুতেই ওপেনার মোহাম্মদ হাফিজকে হারিয়েছে পাকিস্তান। প্রথম ওভারের চতুর্থ বলেই আশিষ নেহরার বলে উইকেটের পেছনে ভারত অধিনায়ক ধোনির হাতে ক্যাচ তুলে দেন হাফিজ। দুই বলে চার রান করে বিদায় নেন পাকিস্তানী ওপেনার।দ্বিতীয় ওভারে মেডেন নিয়েছেন ভারতীয় পেসার বুমরাহ।

ওপেনিংয়ে নেমে সুবিধা করতে পারেননি গেল আরব আমিরাতে অনুষ্ঠিত পাকিস্তান সুপার লিগে একমাত্র সেঞ্চুরিয়ান শারজিল খান। পাঁচ বলে মাত্র সাত রান করে তিনি বুমরাহ শিকার। ক্যাচ তুলে দেন প্রথম স্লিপে দাঁড়ানো রাহানের হাতে।

বেশ বল খরচ করেও উইকেটে থিতু হতে পারেননি খুররম মানজুর। হয়েছেন কোহলির ডিরেক্ট থ্রোতে রান আউট। ১৮ বলে টেস্ট মেজাজে ১০ রান করেছেন মানজুর। তার বিদায়ের পর যেন পাকিস্তান ইনিংসে মোড়ক লাগে। দলীয় স্কোরে মাত্র দুই রান যোগ হতে না হতেই বিদায় নেন নির্ভরযোগ্য দুই ব্যাটসম্যান উমর আকমল ও শোয়েব মালিক।

দলীয় ৩৫ রানের মাথায় পান্ডের বলে ধোনির হাতে ক্যাচ দেন ১২ বলে চার রান করা শোয়েব মালিক। পরের ওভারের প্রথম বলেই এলবিডব্লিউর শিকার উমর আকমল। তিনি যুবরাজ সিংয়ের শিকার। উমর আকমল করতে পেরেছেন মাত্র চার বলে তিন রান। ব্যর্থতার এমন মিছিলে কার্যকরী ভূমিকা রাখতে পারেননি অধিনায়ক শহিদ আফ্রিদিও। দলীয় ৪২ রানের মাথায় রান আউটের শিকার বুমবুম খ্যাত এই পাকিস্তানী অলরাউন্ডার। দলকে বিপদের মধ্যে রেখে আফ্রিদি সাজঘরে ফেরেন দুই বলে দুই রান করে।

সানবিডি/ঢাকা/আহো