কুমিল্লায় বাস উল্টে নিহত ৩

আপডেট: ২০১৬-০২-২৮ ১৪:১৪:৩৭


ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রামে যাত্রীবাহী একটি বাস উল্টে ৩ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরো ৮ জন।

রোববার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কুমিল্লার লাকসাম উপজেলার আবুল কালামের ছেলে ওমর ফারুক (২৯), কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার কৃষ্ণপুর গ্রামের আবদুর রাজ্জাকের স্ত্রী মনুজা বেগম (৬০)। আরেকজন পুরুষের পরিচয় পাওয়া যায়নি।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.ফরহাদ জানান, ঢাকা থেকে চট্টগ্রামগামী শ্যামলী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রোড ডিভাইডারের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে ৩ যাত্রী নিহত হন। আহতদের চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।