‘দেশেই তৈরি হবে স্মার্টফোন-ল্যাপটপ’

প্রকাশ: ২০১৬-০২-২৮ ১১:৪২:০২


ফাইল ছবি
ফাইল ছবি

দেশে স্মার্টফোন ও ল্যাপটপ তৈরি করা হবে বলে জানিয়েছেন ডাক এবং টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

আজ রোববার গাজীপুরের কালিয়াকৈর হাইকেট পার্কে সামিট টেকনোলজির ২ ও ৫ নম্বর ব্লকের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এ কথা জানান তিনি।

প্রসঙ্গত, গাজীপুরের কালিয়াকৈরে হাইটেক পার্ক স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয় ১৯৯৯ সালে। বড় আকারের বহুজাতিক কোম্পানি বা মূলধনসমৃদ্ধ বিশ্বমানের বিনিয়োগকারীদের আকৃষ্ট করার লক্ষ্যে কালিয়াকৈরে ২৩১ দশমিক ৬৮৫ একর জমি অধিগ্রহণ করে সরকারের নিজস্ব অর্থায়নে ২৫ কোটি টাকা ব্যয়ে হাইটেক পার্কের অবকাঠামো নির্মাণ করা হয়।

হাইটেক পার্কে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে বিনিয়োগবান্ধব পরিবেশ সৃষ্টির জন্য বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ আইন ২০১০ প্রণয়ন করা হয়েছে। এর আওতায় বিধি প্রণয়নের কাজও চলছে। বিনিয়োগকারীদের জন্য কী সুযোগ-সুবিধা দেওয়া যায় সেজন্য একটি প্রাথমিক খসড়াও প্রণয়ন করা হয়েছে।