সায়েদাবাদে বাসের ধাক্কায় প্রাণ গেল যুবকের
আপডেট: ২০১৬-০২-২৮ ১৬:৩০:০৮
রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ বাস টার্মিনালে গাড়ির ইঞ্জিণে কাজ করার সময় অন্য একটি বাসের ধাক্কায় সুমন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। একজন সহকর্মী তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ পরিদর্শক মোজাম্মেল হক রাইজিংবিডিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সুমন ওই এলাকায় একটি গাড়িতে কাজ করছিলেন। পেছন থেকে শিমুল পরিবহনের একটি বাস এসে তাকে চাপা দেয়। পরে তিনি ছিটকে পড়েন। মামুন তাকে উদ্ধার করে ঢামেকে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তার বাড়ি কমলাপুর মানিকনগর এলাকায়। তিনি গাড়ির ইঞ্জিণের কাজ করতেন।
এদিকে মুনসুর আলী নামে ঢাকা কেন্দ্রীয় কারাগারের এক হাজতিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার জাহাঙ্গীর কবির জানান, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থতায় ভুগছিলেন। তার চিকিৎসাও করা হয়েছে। আজ তার অবস্থার অবনতি হলে হাসপাতালে নেওয়া হয়। পরে তার মৃত্যু হয়।