২০২২-২৩ অর্থবছর

ছয় লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট আসছে

সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০৬-০৯ ০৮:৪৪:১০


আসন্ন নতুন ২০২২-২৩ অর্থবছরের জন্য ছয় লাখ ৭৮ হাজার কোটি টাকার বাজেট আসছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

এ ব্যাপারে জানা গেছে, নতুন অর্থবছরের বাজেটটি চলতি অর্থবছরের বাজেটের তুলনায় প্রায় ৭৫ হাজার কোটি টাকা বেশি। চলতি অর্থবছরের বাজেটের পরিমাণ ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা। অবশ্য সংশোধিত বাজেটে তা ১০ হাজার কোটি টাকার মতো কমে ৫ লাখ ৯৩ হাজার ৫’শ কোটি টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজেট

আগামী ৯ জুন সংসদে আসন্ন ২০২২-২৩ অর্থবছরের বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

প্রস্তাবিত বাজেটে সামগ্রিক ঘাটতি থাকতে পারে দুই লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা। ঘাটতি পূরণে বিদেশ থেকে ঋণ নেওয়া হবে ৯৫ হাজার ৪৫৮ কোটি টাকা এবং অভ্যন্তরীণ উৎস থেকে ঋণ নেওয়া হবে এক লাখ ৪৬ হাজার ৩৩৫ কোটি টাকা।

পরিকল্পনা মন্ত্রণালয় থেকে আগেই জানানো হয়েছে আসন্ন অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) পরিমাণ থাকছে ২ লাখ ৪৬ হাজার ৬৬ কোটি টাকা।

সানবিডি/এনজে