দ্বিতীয় কার্যদিবসেও পতনে পুঁজিবাজার
প্রকাশ: ২০১৬-০২-২৯ ১৫:২৭:২২
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবারও দুই বাজারেই লেনদেন হয়েছে পতনে। এদিন দেশের দুই স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের পতন হয়েছে। তবে আজ দুই বাজারেই বেড়েছে লেনদেনের পরিমাণ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য অনুযায়ী, সোমবার ডিএসইতে ৪৬২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে; যা আগের দিনের তুলনায় ৩৮ কোটি ৫৯ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে লেনদেন হয়েছিল ৪২৪ কোটি টাকার শেয়ার।
আজ ডিএসইতে লেনদেনে অংশ নেয় ৩১৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৭টির, কমেছে ১৭৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৪ পয়েন্ট কমে ৪ হাজার ৫১১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৯৯ পয়েন্টে। ডিএস৩০ সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৭২২ পয়েন্টে।
টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা দশ কোম্পানি হচ্ছে- লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড, ওরিয়ন ইনফিউশন, ইফাদ অটোস, সিঙ্গার বিডি, বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলস লিমিটেড, সিএমসি কামাল, লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো ফার্মা, জাহিন স্পিনিং লিমিটেড এবং কাশেম ড্রাইসেলস।
সোমবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন সিএসই সার্বিক সূচক ৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯২১ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১৫২টি এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।
সানবিডি/ঢাকা/আহো