বাড়িওয়ালা সহযোগিতা না করলে আইন অনুযায়ী ব্যবস্থা

প্রকাশ: ২০১৬-০২-২৯ ১৫:২৯:৪৫


Asaduzzamanঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘ঢাকা মহানগরীর বাড়িওয়ালারা ভাড়াটিয়ার তথ্য দিতে ব্যর্থ হলে ৪২ ধারা অনুযায়ী ওইসব বাড়িওয়ালার বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়া হবে। সেই সঙ্গে বিট পুলিশকে সহযোগিতা না করলেও বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ দেশ ও সমাজের নিরাপত্তার স্বার্থে জনগণ আইন অনুযায়ী পুলিশকে সহযোগিতা করতে বাধ্য।’

সোমবার বেলা সাড়ে ১১টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

কমিশনারের কাছে জানতে চাওয়া হয় এ ধরনের তথ্য দিলে মানুষ হয়রানির শিকার হতে পারে। অনেকে ভয়ে তথ্য দিচ্ছে না। সেক্ষেত্রে বাড়িওয়ালা তথ্য না দিলে কি হবে? জবাবে আছাদুজ্জামান মিয়া বলেন, ‘ভাড়াটিয়া বাড়ি ভাড়া নিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালায়, এক্ষেত্রে ওই সন্ত্রাসীকে আশ্রয়, পৃষ্টপোষকতা এবং সহযোগিতার জন্য বাড়ির মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি আরো বলেন, ‘তবে বাড়ির মালিক যদি এক্ষেত্রে আগেভাগেই পুলিশকে ভাড়াটিয়ার তথ্য দিয়ে সহযোগিতা করেন তাহলে বাড়ির মালিক অযথা হয়রানির শিকার হবেন না।’ আগামী ১৫ মার্চের মধ্যে এই তথ্য জমা দিতে হবে বলেও জানান তিনি।

সানবিডি/ঢাকা/এসএস