বাজেট বিষয়ক কিছু উদ্বৃতি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-০৯ ১২:৪৭:৩০


যার সময় হয়েছে সে আসবেই, পৃথিবীর কেউ তাকে আটকে রাখতে পারে না’—মনমোহন সিংহ, ভারতের সাবেক প্রধানমন্ত্রী, ১৯৯১ সালের যুগান্তকারী বাজেট পেশের সময় ভিক্টর হুগোর এই মন্তব্য উদ্ধৃত করেন।

‘বাজেট নিছক কিছু সংখ্যার সমষ্টি নয়, বরং তা আমাদের মূল্যবোধের প্রতিমূর্তি’—বারাক ওবামা, সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

‘অর্থ উপার্জনের আগে ব্যয় করবেন না’—টমাস জেফারসন, সাবেক মার্কিন প্রেসিডেন্ট।

‘কারও মূল্যবোধ সম্পর্কে জানতে চাইলে মুখের কথায় নয়, তার বাজেট দেখুন, তাহলেই বুঝবেন তিনি কেমন মানুষ’—জো বাইডেন, মার্কিন প্রেসিডেন্ট।

‘দেশের সবচেয়ে বড় সম্পদ হচ্ছে মানুষ; তাই সমতার বিষয়টি শুধু নৈতিক নয়, টেকসই উন্নয়নের জন্যও গুরুত্বপূর্ণ। বাজেট তার প্রতিফলন থাকা দরকার’—জোসেফ স্টিগলিৎস, নোবেল বিজয়ী মার্কিন অর্থনীতিবিদ।

‘বাজেট শুধু খরচের ওপর লাগাম টানা নয়, বরং বাজেট আপনাকে আক্ষেপ ও দুঃখবোধ ছাড়া ব্যয় করার অনুমতি দেয়’—ডেইভ রামসে।

‘জেট করলে বোঝা যায়, আমরা কী কিনতে পারি আর কী কিনতে পারি না, কিন্তু তার মান এই নয় যে আমরা তা কিনি না বা কিনতে পারি না’—উইলিয়াম ফিদার, মার্কিন লেখক।

‘হাজার মাইলের যাত্রা শুরু হয় একটি পদক্ষেপ দিয়েই। আসুন আমরা সমবেত হয়ে সেই একটি পদক্ষেপ নেই’—সাইফুর রহমান ও শাহ এ এমএস কিবরিয়া, বাংলাদেশের সাবেক অর্থমন্ত্রী, বাজেট বক্তৃতার সময় ব্যবহৃত।

‘পাখির মতোই অন্ধকারের মধ্যে আলো অনুভব করে এবং গান গায় বিশ্বাস’—নির্মলা সীতারমন, ভারতের অর্থমন্ত্রী, ২০২১ সালের বাজেট পেশের সময়।

‘সরকারের বাজেটে কী থাকবে আর থাকবে না, দিন শেষ তা রাজনৈতিক বিবেচনায় নির্ধারিত হয়’—বিল গেটস, মাইক্রোসফটের সহ-প্রতিষ্ঠাতা।

‘বাজেটে আমরা যা খুশি তাই করতে পারি না, তবে দেশের অর্থনীতিকে শক্তিশালী আর্থিক ভিতের ওপর দাঁড় করাতে পারি’—জেফ সেশন, মার্কিন রাজনীতিক।

এসএ/এনজে