রাবি শিক্ষার্থীদের সাথে হাতাহাতি স্থানীয় বখাটেদের
প্রকাশ: ২০১৬-০২-২৯ ১৮:৫২:০৫
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের সাথে হাতাহাতি হয়েছে স্থানীয় বখাটেদের। সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের সাবাস বাংলাদেশ মাঠে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় রাবি ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী আতাউল্লাহ, এহসান, মিনহাজ ও হুসাইন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সোমবার দুপুর সাড়ে ১২ টার দিকে সাবাস বাংলাদেশ মাঠে ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বর্ষ এবং প্রথম বর্ষের শিক্ষার্থীদের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ খেলা হচ্ছিল। এসময় তাদের খেলার পিচের মধ্যে এসে অহেতুক দৌড়াদৌড়ি এবং নানা ধরণের সমস্যা সৃষ্টি করছিল স্থানীয় কয়েকজন। এই বিষয়টি নিয়ে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা তাদের নিষেধ করলে তারা কোন তোয়াক্কা না করে সমস্যা সৃষ্টি করতেই থাকে। এই বিষয়ে তাদের পুনরায় নিষেধ করা হলে স্থানীয় ১০-১২ জন তাদের দিকে তেড়ে আসে এবং ইসলামিক স্টাডিজ বিভাগের তৃতীয় বিভাগের শিক্ষার্থী আতাউল্লাহ, এহসান, মিনহাজ ও হুসাইনকে মারধর করে। পরে ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা একযোগে তাদের ধাওয়া দিলে স্থানীয় ওই সব ছেলেরা পালিয়ে যায়।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, মাঝে মধ্যেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বহিরাগতরা মারধর করে যাচ্ছে। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কোন ধরণের পদক্ষেপ নিচ্ছে না। বরং বিশ্ববিদ্যালয় প্রশাসন বারবার আশ্বাস দিয়ে যাচ্ছে। ক্যাম্পাস আমাদের তাই মাঠে খেলার অধিকারও আমাদের। কিন্তু আমদের মাঠে এসে শুধু বহিরাগতরা খেলছেই না বরং তারা আমাদের মেরেও চলে যাচ্ছে। আজও তারা আমাদের মারধর করেছে। আমরা এ ব্যাপারে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছি। প্রক্টর স্যার আমাদের আশ্বস্ত করেছেন। শিক্ষার্থীরা ক্ষোভ জানিয়ে বলেন, আমরা আর আশ্বাস নয় আমরা এর প্রতিকার দেখতে চাই।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান বলেন, এ বিষয়ে শিক্ষার্থীরা আমার কাছে লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয় যারা মারধর করেছে তাদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সানবিডি/ঢাকা/হৃদয়/এসএস