এই অর্থবছরে অনেক চড়াই-উৎরাই আসবে: অর্থমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৬-১০ ১৫:৩১:৪৪
২০২২–২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে অনেক কঠিন সময় অতিক্রম করতে হবে জানিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
তিনি বলেছেন, এই অর্থবছরে অনেক চড়াই-উৎরাই আসবে। তবে এবারের বাজেট বাস্তবায়ন হলে, দেশের অর্থনীতি আগের তুলনায় অনেক শক্তিশালী হবে।
শুক্রবার (১০ জুন) বিকেল সোয়া ৩টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
প্রথা অনুযায়ী সংবাদ সম্মেলনে বাজেটের নানা বিষয়ে সরকারের ব্যাখ্যা তুলে ধরছেন মন্ত্রী। এ বিষয়ে অর্থমন্ত্রীকে সহযোগিতা করছেন উপস্থিত মন্ত্রীরা।
জাতীয় সংসদে বৃহস্পতিবার আগামী ২০২২-২৩ অর্থবছরের জন্য পৌনে ৭ লাখ কোটি টাকার বেশি বাজেট পেশ করেন অর্থমন্ত্রী। এতে জিডিপি প্রবৃদ্ধি অর্জনের লক্ষ্যমাত্রা ধরা হয় সাড়ে ৭ শতাংশ। আর মূল্যস্ফীতি ৫ দশমিক ৬ শতাংশে আটকে রাখার লক্ষ্য নেয়া হয়েছে।
এএ