ইনজুরিতে এশিয়া কাপ শেষ মুস্তাফিজের
আপডেট: ২০১৬-০৩-০১ ১৬:৩১:১৩
চোটের কারণে এশিয়া কাপ মিশন শেষ হয়ে গেল ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমানের। সোমবার অ্যাপোলো হাসপাতালে মুস্তাফিজের পরীক্ষা-নিরীক্ষা শেষে এক বিবৃতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি এ তথ্য জানিয়েছে। বিসিবির এ সিদ্ধান্তের ফলে আগামী বুধবার পাকিস্তানের বিপক্ষে তাকে ছাড়াই মাঠে নামতে হবে টাইগারদের।
বাংলাদেশ দলের ফিজিও বায়জিদুল ইসলাম খান বিবৃতিতে জানান, সোমবার মুস্তাফিজের এমআরআই স্ক্যান করানো হয়েছে। রিপোর্টে ডান দিকে চোটের কথা বলা হয়েছে।
তিনি বলেন, ‘আগামী ৪৮ ঘণ্টা মুস্তাফিজ বিশ্রামে থাকবেন। এরপর তার পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। আমরা আশা করছি, তিনি দ্রুত সেরে উঠবেন।’ টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, সামনে টি-২০ বিশ্বকাপ থাকায় মুস্তাফিজকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চাইছে না বাংলাদেশ।
এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচে ভারতের বিপক্ষে খুব একটা ভালো পারফরমেন্স না থাকলেও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দারুণভাবে ঘুরে দাঁড়ান মুস্তাফিজ।
এর পর রোববার শ্রীলংকার বিপক্ষেও দারুণ বল করেন মুস্তাফিজ। চার ওভারে ১৯ রানে নেন ১ উইকেট। বাংলাদেশও জিতেছে ২৩ রানে। এই ম্যাচ শেষেই সাইড স্ট্রেইনে ব্যথা অনুভব করেন মুস্তাফিজ। এদিকে বাঁ-হাতি এই পেসারের জায়গায় ওপেনার তামিম ইকবালকে খেলানোর কথা ভাবছে টিম ম্যানেজমেন্ট। রোববার পুত্র সন্তানের বাবার হওয়ার ২৪ ঘণ্টার মধ্যেই ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছেন তিনি।
বিমানবন্দর থেকে সোমবার সরাসরি মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে গিয়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহের অধীনে অনুশীলনও করেন তামিম। তবে দলে না থাকায় এসিসির টেকনিক্যাল কমিটির অনুমোদন পেলেই মাঠে নামতে পারবেন তিনি।