ইসলামী ব্যাংকিংবিষয়ক কর্মশালা

প্রকাশ: ২০১৬-০৩-০৫ ১৬:০৩:২৯


IBBL .5.03.2016সেন্ট্রাল শরীআহ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস অব বাংলাদেশ-এর উদ্যোগে ইসলামী ব্যাংকিং সেবা প্রদানকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের শরীআহ নিরীক্ষকদের নিয়ে দিনব্যাপি ‘ইসলামী ব্যাংকিংবিষয়ক কর্মশালা’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ইসলামী ব্যাংক টাওয়ারের মোহাম্মদ ইউনুছ অডিটোরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 ইসলামিক ব্যাংকস কনসালটেটিভ ফোরাম (আইবিসিএফ) ও ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। আইবিসিএফ-এর টাস্ক কমিটির চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

সেন্ট্রাল শরীয়াহ বোর্ডের সেক্রেটারি জেনারেল একিউএম ছফিউল্লাহ আরিফের সভাপতিতে কর্মশালায় অন্যান্যের মধ্যে সেন্ট্রাল শরীআহ বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ কামালুদ্দীন জাফরি, ইসলামী ব্যাংকিং বিশেষজ্ঞ এম আযীযুল হক, বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মো. আব্দুল আউয়াল সরকার, ইসলামী ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শরীআহ সেক্রেটারিয়েট প্রধান মো. শামসুল হুদা উপস্থিত ছিলেন। কর্মশালায় বাংলাদেশ ব্যাংকসহ ইসলামী ব্যাংকিং সেবা প্রদানকারী ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ১০৯ জন শরীআহ নিরীক্ষক অংশগ্রহন করেন।

সানবিডি/ঢাকা/এসএস