গাজীপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-০১ ১০:৫৪:০৯
গাজীপুরের শ্রীপুরে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে হযরত আলী (৪২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। সে উপজেলার মাওনা ইউনিয়নের বারতোপা গ্রামের সাঈদ আলীর ছেলে।
বৃহস্পতিবার (৩০জুন) দুপুরে শ্রীপুর পৌরসভার কেওয়া পশ্চিমখন্ড (কড়ইতলা) এলাকায় এ ঘটনা ঘটে। তিনি স্থানীয় বারতোপা এলাকার সাঈদ আলীর ছেলে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান জানান, দুপুরে বৃষ্টির মধ্য দিয়ে বাড়ির পাশের কড়ইতলা গ্রামের জমি থেকে মহিষের জন্য ঘাস কাটছিলেন হযরত আলী। এসময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং আইনগত ব্যবস্থা গ্রহণ করে।