ওডেসায় রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ১৭

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-০১ ১৪:১১:৪০


ইউক্রেনের শহর ওডেসায় রাশিয়ার মিসাইল হামলায় ১৭ নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন বেশ কয়েকজন।

ইউক্রেনের স্থানীয় গভর্নর অভিযোগ করে জানিয়েছেন কৃষ্ণ সাগর সংলগ্ন ওডেসায় বৃহস্পতিবার (৩০ জুন) রাশিয়ার সেনা মিসাইল হামলা চালিয়েছে। সর্বশেষ বড় হামলাগুলোর মধ্যে এটি অন্যতম।

গভর্নরের দাবি, একটি বহুত ভবনে হামলা চালানো হয়। ঘটনায় এখনো পর্যন্ত ১৭ জন বেসামরিক ব্যক্তির নিহত হওয়ার কথা জানা গেছে। অনেকেই আহত হয়েছেন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, বহুতলটি কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। নিহতদের সবাই বেসামরিক লোক। রাশিয়া আবারো বেসামরিক ব্যক্তিদের ওপর আক্রমণ চালিয়েছে। রাশিয়া অবশ্য এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।

ইউক্রেনের সেনাবাহিনীর অপারেশনাল কমান্ড সাউথ এর উদ্বৃতি দিয়ে তিনি বলেন, কৃষ্ণ সাগরে কৌশলগত যুদ্ধবিমান থেকে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়।

সূত্র: রয়টার্স