শীর্ষ টেকসই ব্যাংকের স্বীকৃতি পেল ইসলামী ব্যাংক
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-০১ ১৯:২২:৫৬
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডকে শীর্ষ টেকসই ব্যাংকের স্বীকৃতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বৃহস্পতিবার (৩০ জুন) বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে গভর্নর ফজলে কবির ইসলামী ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলার নিকট এ স্বীকৃতি ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করেন।
অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এ কে এম সাজেদুর রহমান খান ও আবু ফরাহ মোঃ নাছের, নির্বাহী পরিচালক নুরুন নাহার এবং পরিচালক খোন্দকার মোরশেদ মিল্লাত উপস্থিত ছিলেন।
টেকসই অর্থায়ন, সামাজিক দায়বদ্ধতা কার্যক্রম, সবুজ প্রকল্পে অর্থায়ন ও টেকসই কোর ব্যাংকিং-এই চারটি সূচকের ওপর ভিত্তি করে এই মান যাচাই করা হয়েছে।
সাসটেইনেবল রেটিং-২০২১ এ বাংলাদেশের মোট ১০টি বেসরকারি ব্যাংক এ স্বীকৃতি পেলো।
এএ