সাপ্তাহিক দর পতনের শীর্ষে আইপিডিসি ফাইন্যান্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-০২ ১০:৩৯:০০


ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে আইপিডিসি ফাইন্যান্স লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, সপ্তাহজুড়ে কোম্পানির দর কমেছে ৯ দশমিক ৩৭ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৪২ কোটি ৫৮ লাখ ১৬ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ৮ কোটি ৫১ লাখ ৬৩ হাজার ২০০ টাকা।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফারইস্ট ফাইন্যান্সের শেয়ার দর কমেছে ৭ দশমিক ২২ শতাংশ। শেয়ারটি সর্বমোট ১৪ লাখ ৮৯ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ২ লাখ ৯৭ হাজার ৮০০ টাকা।

তালিকায় তৃতীয় স্থানে থাকা সিনোবাংলার শেয়ার দর কমেছে ৬ দশমিক ৯৫ শতাংশ। শেয়ারটি সর্বমোট ৭ কোটি ৪৮ লাখ ৮৭ হাজার টাকা লেনদেন করে। যা গড়ে প্রতিদিন ১ কোটি ৪৯ লাখ ৭৭ হাজার ৪০০ টাকা।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– ইউনাইটেড ইন্স্যুরেন্সের ৬.৪৫ শতাংশ, ফাইন ফুডসের ৫.০৪ শতাংশ, আরডি ফুডের ৪.৫৫ শতাংশ, সিটি জেনারেল ইন্স্যুরেন্সের ৪.২৬ শতাংশ, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের ৪.২৬ শতাংশ, হাক্কানি পাল্পের ৪.০৬ শতাংশ এবং সুহৃদের শেয়ার দর ৩.৯৫ শতাংশ কমেছে।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস