রাজধানীতে দুই বাসের রেষারেষিতে যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-০২ ১৩:৫৫:৩৩


রাজধানীর জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের এক নম্বর গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় বাসের ধাক্কায় মো. জাহাঙ্গীর মাতুব্বর (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

আজ শনিবার (২ জুলাই) সকালে দুর্ঘটনাটি ঘটে। নিহত জাহাঙ্গীর ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার পূর্বদি গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে  নিহতের ভাগ্নে মো. মুহিদুল ইসলাম জানিয়েছেন, তার মামা জাহাঙ্গীরের এক শ্যালক বিদেশে যাওয়ার জন্য স্বাস্থ্য পরীক্ষা করাতে ঢাকায় এসেছিলেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে তিনি শ্যালক ও ভায়রাকে নিয়ে ফকিরাপুল পানির ট্যাংকি এলাকায় যাচ্ছিলেন।

তিনি বলেন, ‌পথিমধ্যে বাইতুল মোকাররম মসজিদের এক নম্বর গেটের সামনে রাস্তা পার হওয়ার সময় তানজিল পরিবহনের একটি বাস আরেকটি বাসকে ওভারটেক করার সময় জাহাঙ্গীরকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে মৃত্যু হয়। বাসটিকে পুলিশ জব্দ করেছে।

মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) মর্গে রাখা হয়েছে বলে জানিয়েছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।

এনজে