নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ৬ জেলে আটক
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-০২ ১৪:৪৬:৪১
সরকারঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে সাগর থেকে মৎস্য আহরণ করায় একটি ট্রলার জব্দ করে ছয় জেলেকে আটক করেছে কোস্টগার্ড। এসময় ২৭৬ কেজি ইলিশ ও সামুদ্রিক মাছ জব্দ করা হয়।
শনিবার (২ জুলাই) সকালে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শফিউল কিঞ্জল সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, শুক্রবার (১ জুলাই) দিনগত রাতে বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানী বাজার সংলগ্ন এলাকায় অভিযান চালান কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের সদস্যরা। এসময় ওই এলাকা থেকে এফবি আব্দুল্লাহ নামে একটি ইঞ্জিনচালিত ট্রলার জব্দ করা হয়। সেইসঙ্গে সমুদ্র থেকে আহরণ করা ২৭৬ কেজি ইলিশ ও সামুদ্রিক মাছ জব্দ করে ছয় জেলেকে আটক করা হয়।
পরে পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপুর উপস্থিতিতে জব্দ মাছ নিলামে বিক্রি করা হয়। এছাড়া জব্দ হওয়া ট্রলার মালিককে উপজেলা নির্বাহী কর্মকর্তার অনুমতিতে ভ্রাম্যমাণ আদালতে নগদ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এম জি