অতিরিক্ত মাদক সেবনে যুবকের মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-০২ ১৮:৪৩:২৭


অতিরিক্ত মাদক সেবনে কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় শরিফ মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জুলাই) বিকালে উপজেলার গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে। শরিফ মিয়া ওই এলাকার লিল মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শরিফ মিয়া পেশায় ভাঙ্গারি ব্যবসায়ী। শুক্রবার সকালে মাদক সেবন করে বাড়িতে আসার পর তার পেটে ব্যথা শুরু হয়। পরিবারের সদস্যরা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকরা তাকে বাড়িতে পাঠিয়ে দেন।

বাড়িতে আসার কিছু সময় পর শরিফের আবার পেটে ব্যথা শুরু হয়। এরপর বিকাল ৫টায় তিনি মারা যান। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, অতিরিক্ত মাদক সেবনের কারণে শরিফের মৃত্যু হয়েছে। এ ঘটনায় শরীফের বোন বাদী হয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন।

এম জি