ওমানে প্রাইভেটকার চাপায় বাংলাদেশি নিহত
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-০২ ২০:৫০:১১
মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় মমিনুল হক (৪৫) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। শুক্রবার (১ জুলাই) বাংলাদেশ সময় দিবাগত রাতে তার মৃত্যু হয়।
নিহত মমিনুল হক নোয়াখালীর কবিরহাট উপজেলার কবিরহাট পৌরসভার পূর্ব ফতেহপুর গ্রামের মৃত দুধ মিয়ার ছেলে।
মমিনুলের রুমমেট কামরুল ইসলামের বরাত দিয়ে নিহতের স্বজন সাইফ উদ্দিন বলেন, তিন বছর আগে ওমান যান মমিনুল হক। শুক্রবার রাতে রাস্তার পাশে দাঁড়ালে একটি প্রাইভেটকার তাকে চাপা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়।
তিনি আরও বলেন, সাত ভাই-বোনের মধ্যে মমিনুল তৃতীয়। দেশে তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে। নিহতের লাশ দেশে আনার চেষ্টা চলছে।
এম জি