এবার আসামের মুখ্যমন্ত্রীকে প্রধানমন্ত্রীর আম উপহার

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-০৩ ১৫:২৪:৫১


প্রধানমন্ত্রী এবার আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাকে আম উপহার পাঠিয়েছেন।শুক্রবার গুয়াহাটিতে বাংলাদেশের সহকারী হাইকমিশনার মোহাম্মদ তানভির মনসুর আমের চালানটি তুলে দেন মুখ্যমন্ত্রীর মুখ্যসচিব সামির কে সিনহার হাতে।

এ বিষয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, শুক্রবার রাতে মুখ্যসচিব সামির কে সিনহা প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের প্রায় ২০০ কিলোগ্রাম আম্রপালি আম গ্রহণ করেন।

গতবছরও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঠানো আমের চালান মুখ্যমন্ত্রীর পক্ষে গ্রহণ করেন সামির কে সিনহা।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সময় দুই প্রতিবেশী দেশ যেকোনো সময়ের তুলনায় সবচেয়ে বেশি সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে যাচ্ছে।

এর আগে শেখ হাসিনার পক্ষ থেকে উপহারের আম পাঠানো হয় ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। পরে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডা. মানিক সাহার জন্যও আম পাঠান প্রধানমন্ত্রী। একইসঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আম উপহার দেন শেখ হাসিনা।

এনজে