অর্থ সহায়তা পাবে বন্যায় ক্ষতিগ্রস্ত ৫ হাজার পরিবার
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-০৩ ১৯:৩১:৪৪
সিলেটে বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রথম কিস্তিতে ৫ হাজার পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।
রোববার (৩ জুলাই) জেলা প্রশাসক মো. মজিবুর রহমান তার কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
জানা গেছে, সিলেটে গত ১৪ই জুন থেকে শুরু হওয়া চলমান এই বন্যায় সিটি করপোরেশনসহ ১৩টি উপজেলায় ১০৮টি ইউনিয়ন ও পাঁচটি পৌরসভা বন্যার পানিতে প্লাবিত হয়। এ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৪১ হাজার ঘরবাড়ি। প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে প্রথম কিস্তিতে ৫ হাজার পরিবারকে ১০ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে।
এদিকে জেলায় ৬৫৪টি আশ্রয় কেন্দ্রে ২ লাখ ৩০ হাজার ৬৩২ জন লোক আশ্রয় নেন। এখনও ৪৫৪টি আশ্রয়কেন্দ্রে ৩৫ হাজার ৬৮৫ জন লোক অবস্থান করছেন। এ ছাড়া এ সব আশ্রয়কেন্দ্রে গবাদিপশু ছিল ৩১ হাজার ৯৭টি। এখনও প্রায় ৫৩০টি গবাদিপশু এসব আশ্রয়কেন্দ্রে রয়েছে।
জেলা প্রশাসক মো. মজিবুর রহমান জানান, ইতোমধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ৫ কোটি টাকা অনুদান পেয়েছি। সোমবার (৪ জুলাই) থেকে বিভিন্ন উপজেলায় প্রথমধাপে ৫ হাজার পরিবারকে ১০ হাজার টাকা করে এই অনুদান বিতরণ করা হবে। পর্যায়ক্রমে ক্ষতিগ্রস্ত অন্যান্যের মধ্যে পুনর্বাসনের জন্য আর্থিক অনুদান দেওয়া হবে।
এম জি