২০২১-২২ অর্থবছরে রেকর্ড ৫২ বিলিয়ন ডলার রপ্তানি আয়

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-০৩ ১৯:৩৫:৩১


দেশের ইতিহাসে সদ্য সমাপ্ত অর্থবছরে সর্বোচ্চ রপ্তানি আয় হয়েছে। ২০২১-২২ অর্থবছরে মোট ৫২ দশমিক শূন্য ৮ বিলিয়ন ডলার রপ্তানি আয় হয়েছে, যা এর আগের অর্থবছরের তুলনায় ৩৪ দশমিক ৩৮ শতাংশ বেশি।

রোববার (৩ জুলাই) রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) রপ্তানি আয়ের এই তথ্য প্রকাশ করেছে।

পরিসংখ্যান প্রতিবেদনে দেখা যাচ্ছে, গত ২০২০-২১ অর্থবছরের তুলনায় সদ্য সমাপ্ত ২০২১-২২ অর্থবছরে পণ্য রফতানিতে প্রবৃদ্ধি হয়েছে ৩৪ দশমিক ৩৮ শতাংশ। মোট রফতানির ৮১ দশমিক ৮১ শতাংশই তৈরি পোশাক পণ্য। এ পণ্যটির রফতানির অর্থমূল্য ছিল ৪ হাজার ২৬১ কোটি ৩১ লাখ ৫০ হাজার ডলার। ২০২০-২১ এর তুলনায় ২০২১-২২ অর্থবছরে তৈরি পোশাকের রফতানি বেড়েছে ৩৫ দশমিক ৪৭ শতাংশ।

ইপিবির পরিসংখ্যান অনুযায়ী, বিদায়ী অর্থবছরের শেষ মাস জুনে বাংলাদেশ রফতানি করেছে ৪৯০ কোটি ৮০ লাখ ৩০ হাজার ডলারের পণ্য। আগের অর্থবছরের জুন মাসের তুলনায় রফতানি বেড়েছে ৩৭ দশমিক ১৯ শতাংশ।

এএ