পদ্মা সেতুর টোল আদায় বন্ধ ছিল ১৮ মিনিট
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-০৩ ২০:২২:৪৯
দ্বিতীয়বারের মতো যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ায় পদ্মা সেতুর জাজিরা প্রান্তে প্রায় ১৮ মিনিট বন্ধ ছিল টোল আদায় কার্যক্রম।
রোববার (৩ জুলাই) বিকেল ৫ টা ১৫ মিনিট থেকে ৫ টা ৩৩ মিনিট পর্যন্ত টোল নিতে পারেনি কর্তৃপক্ষ। এতে মুহূর্তে প্রায় এক কিলোমিটারের যানজট সৃষ্টি হয়। তবে কি কারণে এ ঘটনা ঘটেছে তার কোন তথ্য পাওয়া যায়নি।
জাজিরা টোল প্লাজা ম্যানেজার কামাল হোসেনের কাছে এ বিষয়ে জানতে চাইলে এড়িয়ে যান তিনি। এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি।
এছাড়া সারাদিন কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই দ্রুতগতিতে যানবাহন পার হয়েছে জাজিরা টোল প্লাজা দিয়ে।
এম জি