শ্রীলঙ্কায় চরম জ্বালানি সংকট,বাড়লো স্কুল বন্ধের মেয়াদ

আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-০৪ ১৪:০৪:০৪


অর্থনৈতিকভাবে বিপর্যস্ত শ্রীলঙ্কায় জ্বালানি সংকট চরম আকার ধারণ করায় স্কুল বন্ধের মেয়াদ আরও বাড়িয়েছে দেশটির সরকার। দেশটির শিক্ষামন্ত্রী ঘোষণা দিয়ে জানিয়েছেন যে, ৪ জুলাই থেকে আরও এক সপ্তাহ বন্ধ থাকবে সরকারি-বেসরকারি সব ধরনের স্কুল।

শ্রীলঙ্কার শিক্ষামন্ত্রী আরও বলেছেন, আগামী গ্রীষ্মকালিন ছুটির মেয়াদে সিলেবাস সম্পূর্ণ করা হবে।

এর আগে, গত ১৮ জুন, ব্যাপক জ্বালানি সংকটের মধ্যে পড়ে দুই সপ্তাহের জন্য সরকারি অফিস ও স্কুল বন্ধ ঘোষণা করে আর্থিক দুর্দশাগ্রস্ত শ্রীলঙ্কার সরকার।

শ্রীলঙ্কার শিক্ষামন্ত্রণালয় জানিয়েছে, জ্বালানি সংকটের কারণে রাজধানী কলম্বোসহ প্রধান শহরগুলোর সরকার-বেসকারি স্কুল আগামী এক সপ্তাহের জন্য বন্ধ থাকবে।।

সূত্র: ডেইলি মিরর ডট আইকে