১৭ শতাংশ কমেছে চীনের অ্যালুমিনিয়াম আমদানি
আন্তর্জাতিক ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-০৪ ১৫:০৫:৫৪
মে মাসে চীনের অ্যালুমিনিয়াম আমদানি গত বছরের একই সময়ের তুলনায় ১৬ দশমিক ৪০ শতাংশ কমেছে। মূলত স্থানীয় বাজারে ব্যবহার কমে যাওয়া ও আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বমুখী দামের কারণে আমদানিতে নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে। দেশটির শুল্ক বিভাগ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন অব কাস্টমস জানায়, মে মাসে চীন দেশের বাইরে থেকে ১ লাখ ৮৮ হাজার ৪৬৯ টন অ্যালুমিনিয়াম ও অ্যালুমিনিয়ামজাত পণ্য কিনেছে। চলতি বছরের এখন পর্যন্ত মাসভিত্তিক আমদানি দুই লাখ টনের নিচে অবস্থান করছে। করোনা প্রতিরোধে আরোপিত লকডাউনের কারণে দেশটিতে অ্যালুমিনিয়ামের চাহিদা ভাটা পড়েছে। তবে এপ্রিলের তুলনায় মে মাসে আমদানি কিছুটা ঊর্ধ্বমুখী ছিল। ওই মাসে দেশটি ১ লাখ ৭৫ হাজার ২৮৯ টন অ্যালুমিনিয়াম আমদানি।
এনজে