সিটিজেন্স ব্যাংক পিএলসির বাণিজ্যিক কার্যক্রম উদ্বোধন

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-০৪ ১৯:২৮:৫০


বাণিজ্যিক কার্যক্রম শুরু করেছে সিটিজেন্স ব্যাংক পিএলসি। রোববার (৩ জুলাই) ব্যাংকের চেয়ারপারসন তৌফিকা আফতাব প্রিন্সিপাল শাখার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে ব্যাংকের বাণিজ্যিক কার্যক্রমের উদ্বোধন করেন।

ব্যাংকের পরিচালকদের মধ্যে ছিলেন মাসুদুজ্জামান, মোহাম্মদ ইকবাল, মোখলেছুর রহমান, শেখ মো. ইফতেখারুল ইসলাম, শফিকুল হক। আরো ছিলেন ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মাসুম।

এছাড়াও আমন্ত্রিত গণ্যমান্য এবং বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধিত্বকারী ব্যক্তিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

এএ