ঈদে ভোমরায় ৪ দিন বন্ধ আমদানি-রপ্তানি

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-০৪ ২০:১০:৪৬


কোরবানি ঈদ উপলক্ষে চার দিনের ছুটি ঘোষণা করা হয়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে।

আগামী ৯ থেকে ১২ জুলাই পর্যন্ত আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এই বন্দরটিতে।

সোমবার (৪ জুলাই) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন। এর আগে আলোচনা করে ভারত ও বাংলাদেশের ব্যবসায়ীরা এ সিদ্ধান্ত চূড়ান্ত করেন।

ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্টের সাধারণ সম্পাদক মাকসুদ আলম বলেন, ‘ঈদ উপলক্ষে ৯ জুলাই শনিবার থেকে ১২ জুলাই মঙ্গলবার পর্যন্ত বন্দরে সব পণ্যের আমদানি ও রপ্তানি বন্ধ থাকবে। ১৩ জুলাই বুধবার থেকে বন্দরের কার্যক্রম পুনরায় স্বাভাবিক নিয়মে চলবে।’

ভোমরা বন্দরের রাজস্ব কার্যালয়ের সহকারী কমিশনার মনিরুল ইসলাম বলেন, ‘ঈদ উপলক্ষে ৯ থেকে ১১ জুলাই পর্যন্ত তিন দিন সরকারি ছুটি। সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশন এক দিন বাড়তি ছুটি রাখলে সেটি ব্যবসায়ীদের অভ্যন্তরীণ বিষয়।’

এএ