সিটি ব্যাংক ও ইফাদ গ্রুপের চুক্তি

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-০৪ ২১:৪০:২৬


এমপ্লয়ি ব্যাংকিং সুবিধার পরিধি বাড়াতে সিটি ব্যাংক ও ইফাদ গ্রুপের মধ্যে চুক্তি সই হয়েছে।

সম্প্রতি তেজগাঁওয়ের ইফাদ টাওয়ারে সিটি ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ ও ইফাদ গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক তাসকিন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সই করেন।

সোমবার সিটি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এই চুক্তির আওতায় ইফাদ গ্রুপের উচ্চপদস্থ কর্মকর্তারা সিটিজেম প্রায়োরিটি ব্যাংকিংয়ের সুবিধাগুলোও পাবেন।

অনুষ্ঠানে সিটি ব্যাংকের হেড অব রিটেল ব্যাংকিং অরূপ হায়দার, হেড অব কমার্শিয়াল ব্যাংকিং মোহাম্মদ মাহমুদ গণি, হেড অব সিটিজেম ফারিয়া হক, হেড অব এমপ্লয়ি ব্যাংকিং হাসান উদ্দিন আহমেদসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এএ