করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত ১৯৯৮

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-০৫ ১৭:০১:১৪


গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় ৭ জনের মৃত্যু হয়েছে। এ সময় করোনায় আক্রান্ত হয়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৯৯৮ জন মানুষ।

এ নিয়ে এখন পর্যন্ত করোনায় মৃত্যুর সংখ্যা ২৯ হাজার ১৮১ জনে দাঁড়িয়েছে। আর শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে ১৯ লাখ ৮২ হাজার ৯৭২ জনে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা শনাক্তের হার ১৬ দশমিক ৭৪ শতাংশ। এই সময়ে সুস্থ হয়েছেন ৪৯৪ জন। আর মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৯ হাজার ২৭৩ জন।

২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। দেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

এম জি