বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আরও ১ হাজার টন চাল বরাদ্দ
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৭-০৫ ১৮:৩৪:৪২
বন্যাসহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে মানবিক সহায়তা হিসেবে বিতরণের লক্ষ্যে আরো ১ হাজার টন চাল বরাদ্দ দিয়েছে সরকার। একইসঙ্গে নগদ ২ কোটি টাকা এবং ৪০০ বান্ডিল ঢেউটিন বরাদ্দ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (৫ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে এ বরাদ্দ প্রদান করা হয়।
এর মধ্যে বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট ও সুনামগঞ্জ জেলার জন্য ৫০০ করে এক হাজার মেট্রিক টন চাল, এক কোটি করে নগদ দুই কোটি টাকা এবং ২০০ বান্ডিল করে মোট ৪০০ বান্ডিল ঢেউটিন বরাদ্দ দেয়া হয়েছে।
এছাড়াও প্রত্যেক বান্ডিল ঢেউটিনের সাথে আবশ্যিকভাবে ক্রসড চেকের মাধ্যমে নগদ প্রদানের লক্ষে ৩০০ টাকা করে মোট এক কোটি ২০ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।
এম জি