শাবিপ্রবিতে ঈদের ছুটি শুরু ৬ জুলাই
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-০৫ ২২:০৯:৪৫
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বুধবার (৬ জুলাই) থেকে ছুটি শুরু হচ্ছে। আগামী ১৬ জুলাই (শনিবার) পর্যন্ত এ ছুটি চলবে।
মঙ্গলবার (৫ জুলাই) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন।
তিনি বলেন, ঈদুল আজহা উপলক্ষে ৬ জুলাই ছুটি শুরু হয়ে চলবে ১৪ জুলাই পর্যন্ত। তবে পরের দুদিন (শুক্রবার ও শনিবার) সাপ্তাহিক ছুটি হওয়ায় রোববার (১৭ জুলাই) থেকে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ও একাডেমিক কার্যক্রম যথারীতি শুরু হবে।
এদিকে, সিলেটে বন্যা পরিস্থিতি বিবেচনায় গত ২৬ জুন বিশ্ববিদ্যালয়ের জরুরি সিন্ডিকেট সভায় বিভিন্ন বিভাগের সেমিস্টার ফাইনাল ও সশরীরে ক্লাস স্থগিত ঘোষণা করা হয়। ঈদের পর আবারও সেমিস্টার ফাইনাল ও ক্লাস কার্যক্রম শুরু হবে।
এম জি