বৈশ্বিক বাজারে ১৭ মাসের সর্বনিম্নে তামার দাম

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-০৬ ০৮:৫৬:২৩


বৈশ্বিক বাজারে তামার দাম কমে  এবার ১৭ মাসের সর্বনিম্নে নেমেছে। শিল্প ধাতুটির শীর্ষ ব্যবহারকারী দেশ চীন নতুন করে কভিড-১৯ প্রতিরোধে বিধিনিষেধ আরোপ করেছে। এ কারণে দেশটিতে আবারো তামার চাহিদায় ভাটা পড়েছে। এছাড়া বৈশ্বিক শিল্প খাতে শ্লথগতি ও ঊর্ধ্বমুখী মজুদ দাম কমাতে সহায়তা করেছে। খবর বিজনেস রেকর্ডার।

তথ্য বলছে, লন্ডন মেটাল এক্সচেঞ্জে (এলএমই) বাজার আদর্শ তামার দাম দশমিক ৮০ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৭ হাজার ৯৮২ ডলারে। কার্যদিবসের শুরুর দিকে ধাতুটির দাম টনপ্রতি ৭ হাজার ৯১৮ টন পর্যন্ত পৌঁছেছিল, যা গত বছরের ফেব্রুয়ারির পর সর্বনিম্ন।

জানা গিয়েছে, এলএমইর তালিকাভুক্ত গুদামগুলোয় তামার মজুদ ১০ হাজার ১০০ টন বেড়ে ১ লাখ ৩৬ হাজার ৯৫০ টনে উন্নীত হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে ধাতুটির মজুদ ২০ শতাংশেরও বেশি বেড়েছে।

বিশ্লেষকরা জানান, চীনের শিল্প উৎপাদকরা বর্তমানে সবচেয়ে খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। মানুষ এখন মূল্যস্ফীতি ও মন্দার আতঙ্ক নিয়ে দিন কাটাচ্ছে। এ পরিস্থিতিতে তামার চাহিদা ক্রমাগত কমছে।

তবে তামার দাম কমলেও অ্যালুমিনিয়ামের দাম দশমিক ৬০ শতাংশ, দস্তার ২ দশমিক ১০, সিসার দশমিক ৮০ ও নিকেলের দাম ৩ দশমিক ১০ শতাংশ বেড়েছে।

এনজে