মীর সিকিউরিটিজকে স্টক ডিলার-ব্রোকার সনদ প্রদান

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-০৬ ১৩:৩৯:৫৯


স্টক ব্রোকার ও স্টক ডিলার সনদ পেয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি মীর আখতারের সহযোগী প্রতিষ্ঠান মীর সিকিউরিটিজ । ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটি গত ২ ফেব্রুয়ারি ডিএসই থেকে স্টক ব্রোকার ও ডিলার সনদ পেয়েছে। প্রতিষ্ঠানটির স্টক ব্রোকার রেজিস্ট্রেন নম্বর-ডিএসই-২৬৪/২০২২/৫৮৭। আর স্টক ডিলার রেজিস্ট্রেশন নম্বর ডিএসই-২৬৪/২০২২/৫৮৮।

মীর সিকিউরিটিজের ৩ সংখ্যার আইডি এমআইআর। আর ডিলার ট্রেডিং কোড ডিএলআরএআইআর।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর

সানবিডি/এসকেএস