শিয়াল মারার ফাঁদে খামারির মৃত্যু
জেলা প্রতিনিধি আপডেট: ২০২২-০৭-০৬ ১৪:০৬:৪০
কুড়িগ্রামের উলিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মতিয়ার রহমান (৪৬) নামে এক মুরগি খামারির মৃত্যু হয়েছে। আজ বুধবার (৬ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের বালাচর রামরামপুর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই গ্রামের মৃত আবুল হোসেনের পুত্র।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, মতিয়ার রহমান পেশায় মুরগি খামারি।
কয়েকদিন ধরে তার খামারে শিয়ালের উৎপাত বেড়ে যায়। প্রতিরাতে শিয়ালের হাত থেকে মুরগি রক্ষা করতে তিনি খামারের চারদিকে জিআই তার পেঁচিয়ে তাতে বিদুৎ সংযোগ দিয়ে রাখেন। বুধবার সকালে সংযোগ বিচ্ছিন্ন না করে অসাবধানতাবশত খামারে প্রবেশকালে বিদ্যুতায়িত হয়ে পাশের গর্তে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত মতিয়ার রহমানের কবিরাজি চিকিৎসক হিসেবেও পরিচিতি ছিল। তিনি দুই কন্যা ও এক সন্তানের জনক।
উলিপুর থানার ওসি ইমতিয়াজ কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে লোক পাঠানো হয়েছে। প্রয়োনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এনজে