১২.৩০ শতাংশ বেড়েছে মালয়েশিয়ার পাম অয়েলের মজুদ
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-০৬ ১৪:১২:৩৩
সাত মাসের সর্বোচ্চে পৌঁছেছে মালয়েশিয়ার পাম অয়েলের মজুদ। মূলত পণ্যটির রফতানি কমে যাওয়ায় ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে মজুদ। বার্তা সংস্থা রয়টার্সের এক জরিপে এ তথ্য উঠে এসেছে।
বিশ্লেষকরা জানান, তিন সপ্তাহের নিষেধাজ্ঞা শেষে রফতানিতে ফিরেছে বিশ্বের শীর্ষ পাম অয়েল উৎপাদক দেশ ইন্দোনেশিয়া। এতে মালয়েশিয়ার সঙ্গে দেশটির প্রতিযোগিতা ফের বেড়েছে। এ কারণে মালয় পাম অয়েলের রফতানি আগের মাসের তুলনায় কমেছে।
বর্তমানে মালয়েশিয়া বিশ্বের দ্বিতীয় শীর্ষ পাম অয়েল উৎপাদক দেশ। রয়টার্সের জরিপের তথ্য বলছে, জুনে দেশটিতে পাম অয়েলের মজুদ ১২ দশমিক ৩০ শতাংশ বেড়েছে। মজুদের পরিমাণ দাঁড়িয়েছে ১৭ লাখ ১০ হাজার টন। আটজন ব্যবসায়ী ও বিশ্লেষকের মতামতের ওপর ভিত্তি করে এ জরিপ চালানো হয়েছে।
তথ্য বলছে, গত মাসে মালয়েশিয়ায় পাম অয়েল উৎপাদন ৮ দশমিক ৩০ শতাংশ বেড়েছে। উৎপাদনের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার টন, যা ছয় মাসের সর্বোচ্চ।
সিঙ্গাপুরভিত্তিক পাম অয়েল অ্যানালিটিকসের সহপ্রতিষ্ঠাতা সাথিয়া ভারকা বলেন, গত মাসে মালয়েশিয়ায় পাম ফল উৎপাদন বেড়েছে। এতে সরবরাহও বাড়ার কথা ছিল। কিন্তু দাম কম থাকায় মিল মালিকরা পাম ফল কেনার পরিমাণ কমিয়ে দিয়েছেন।
গত মাসের শুরুর দিকে বাজার আদর্শ পাম অয়েলের নাটকীয় দরপতন ঘটে। পণ্যটির দাম হঠাৎ করেই ২২ শতাংশ কমে যায়। অলাভজনক দামের কারণে অনেক মিল মালিক জুনের দ্বিতীয় সপ্তাহে পাম অয়েল উৎপাদন বন্ধ রাখেন।
এনজে