সাঁতার শিখতে গিয়ে কলেজছাত্রের মৃত্যু

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-০৬ ১৬:৪৫:২৬


মৌলভীবাজারের জুড়ীতে ভাসমান পানিতে সাঁতার শিখতে নেমে ডুবে অনুপম চতুর্বেদী (২০) নামে কলেজছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) রাতে উপজেলার পশ্চিম জুড়ী ইউনিয়নস্থ ধামাই চা বাগানের হাসপাতালের সামনে এ ঘটনা ঘটেছে।

নিহতের পরিবার ও স্থানীয়রা জানায়, অনুপমের বাড়ি জেলার শ্রীমঙ্গল উপজেলায়। জুড়ীর ধামাই চা বাগানের তাঁতীপাড়ায় নানা কাষি চতুর্বেদীর বাড়িতে থেকে তিনি লেখাপড়া করতেন। জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজেরে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী অনুপম সাঁতার শিখার জন্য মঙ্গলবার বিকাল ৪টায় স্থানীয় হাসপাতালের সামনে বন্যার ভাসমান পানিতে নামেন।

এক পর্যায়ে তিনি পানিতে ডুবে যান। স্থানীয়রা অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পায়নি। পরে কুলাউড়া ফায়ার সার্ভিসকর্মী ও সিলেট থেকে আসা ডুবুরী দল দীর্ঘ প্রচেষ্টার পর রাত ৮টায় অনুপমের মৃতদেহ উদ্ধার করে।

জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কারো কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এম জি