পদ্মা সেতুর মাওয়া প্রান্তে প্রাইভেটকার উল্টে আহত ২
জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২২-০৭-০৬ ২১:৩৫:৩৮
পদ্মা সেতুর মাওয়া প্রান্তে সড়ক ডিভাইডারের সঙ্গে ধাক্কা খেয়ে প্রাইভেটকার উল্টে দুজন আহত হয়েছেন। বুধবার (৬ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে মাওয়া টোলপ্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন- তুহিন ও আবু সাইদ। পরে দুজনকে উদ্ধার করে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।
মাওয়া ট্রাফিক পুলিশের এটিএসআই রেজোয়ানুল জানান, ঢাকা থেকে খুলনার যাওয়ার পথে গাড়িটি টোলপ্লাজার সামনে আসে। দ্রুতগতির গাড়িটি পদ্মা সেতু উত্তর থানার মোড়ে ডিভাইডারে ধাক্কা খেয়ে উল্টে যায়। এতে দুজন আহত হন। পরে দুর্ঘটনা কবলিত গাড়িটি রাস্তা থেকে সরিয়ে ফেলা হয়।
এম জি