সিএফএ সোসাইটির সভাপতি শাহিন ইকবাল, সেক্রেটারি ইকবাল হোসেন

নিজস্ব প্রতিবেদক আপডেট: ২০২২-০৭-০৭ ০৬:২৫:০৫


সিএফএ সোসাইটি বাংলাদেশের ২০২২-২৪ মেয়াদের জন্য নতুন কমিটি গঠন করা হয়েছে। সংগঠনটির প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক এবং ট্রেজারি ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রধান মো. শাহিন ইকবাল। আর সংগঠনটির সেক্রেটারি হয়েছেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মো. ইকবাল হোসেন।

অন্যদিকে, ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন আইডিএলসি ইনভেস্টমেন্টসের ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামান, ট্রেজারার নির্বাচিত হয়েছেন এজ অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির প্রধান নির্বাহী আলী ইমাম। এছাড়া পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের ক্রেডিট অ্যানালাইসিস বিভাগের পরিচালক নাজিয়া তাবাসসুম, শান্তা সিকিউরিটিজের গবেষণা প্রধান এস এম গালিবুর রহমান ও ইএফজি হার্মেসের এভিপি কাজী রাকিব-উল হক। এ বছরের ১ জুলাই থেকে এ কমিটির মেয়াদ শুরু হয়েছে।

মো. শাহীন ইকবাল: ব্র্যাক ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. শাহীন ইকবাল ব্যাংকের হেড অব ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনস হিসেবে কর্মরত আছেন। তিনি ২০১৪ সালে ব্র্যাক ব্যাংকের ট্রেজারি অ্যান্ড ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনসের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

শাহীন ইকবাল ২০০৪ সালে ব্র্যাক ব্যাংকে যোগদান করেন। তবে তাঁর কর্মজীবন শুরু বেক্সিমকোর টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে। পরে ১৯৯৯ সালে ডাচ্‌-বাংলা ব্যাংকে যোগদানের মাধ্যমে ব্যাংকিং সেক্টরে পদার্পণ করেন।

শাহীন ইকবাল বাংলাদেশ ইনস্টিটিউট অব টেকনোলজি, চট্টগ্রাম (বর্তমানে চুয়েট) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে বিএসসি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। তিনি যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার সিএফএ ইনস্টিটিউট থেকে চার্টার্ড ফাইন্যান্সিয়াল অ্যানালিস্ট (সিএফএ) চার্টার অর্জন করেন।

মো. ইকবাল হোসেন: মো. ইকবাল হোসেন বর্তমানে বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছে। এর আগে তিনি বাংলাদেশ ব্যাংকের উপ পরিচালক ও সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। তিনি দি ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট একাউন্ট্যান্টস অব বাংলাদেশের (আইসিএমএবি) একজন সদস্য ও ঢাকা ব্রাঞ্চ কাউন্সিলের কাউন্সিলর।

পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন 

Sunbd Newsক্যাপিটাল নিউজক্যাপিটাল ভিউজস্টক নিউজশেয়ারবাজারের খবরা-খবর