পাম অয়েল আমদানি বাড়াচ্ছে ভারত সরকার

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৭-০৭ ০৯:৪২:৫৩


চলতি মাসে ভারতের পাম অয়েল আমদানি বেড়ে ১০ মাসের সর্বোচ্চে পৌঁছার সম্ভাবনা তৈরি হয়েছে। পণ্যটির দাম কমে যাওয়া এবং ইন্দোনেশিয়ার রফতানি নিষেধাজ্ঞা উঠিয়ে নেয়া আমদানি বাড়াতে সহায়তা করবে। খবর বিজনেস রেকর্ডার।

ভারত বিশ্বের শীর্ষ ভোজ্যতেল আমদানিকারক। চলতি মাসে দেশটির আমদানি বাড়লে মালয়েশিয়ান পাম অয়েলের দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাজার আদর্শটির দাম বর্তমানে এক বছরের সর্বনিম্নে অবস্থান করছে।

ডিলাররা বলছেন, জুলাইয়ে ভারত সব মিলিয়ে সাত-আট লাখ টন পাম অয়েল আমদানি করতে যারে, যা ২০২১ সালের সেপ্টেম্বরের পর সর্বোচ্চ।

এনজে